
নিজস্ব প্রতিবেদক
ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিন (৪০) সম্প্রতি গরু চুরির ঘটনায় কারাগারে যাওয়ার পর তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, আলা উদ্দিন কিছুদিন আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোরাই গরু সহ হাতেনাতে ধরা পড়েছিলেন। সম্প্রতি দাগনভূঞা এলাকার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলা উদ্দিন গরু চুরির সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আলা উদ্দিনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে তার স্থলে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিন হায়দারের হাতে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে স্থায়ীভাবে পদচ্যুত করা হবে।
একদিকে দলীয় স্বেচ্ছাসেবক সংগঠন, অন্যদিকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের মতো কার্যকলাপে বিএনপি নেতারা নিয়মিতভাবে যুক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে সামাজিক ও প্রশাসনিক উদ্বেগ বেড়ে চলেছে। এই ঘটনা আরও স্পষ্টভাবে তুলে ধরে যে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধী কার্যক্রমও পরিচালিত হচ্ছে।